English version

সুখী গত তিন দিন কিছু খায়নি। তার একমাত্র ছেলে দু’দিন ধরে এল্প কিছু খেয়ে আছে। এখন সুখীর হাতে উপায় একটাই। সে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গিয়ে কিছু চাল চায়। এদিকে, বিডিও তাকে মাছ দেওয়ার বদলে মাছ ধরাটা শিখিয়ে দিতে চাইলেন।

সুখী বছরে ‘১০০-দিনের-কাজ’ শুরু করল।

যেমনটা শুনতে লাগে, ব্যাপারটা কি এতটাই সোজা? নাকি সবই মরীচিকা? সুখী কি তার ছেলেকে ও নিজেকে খাওয়াতে পারবে? সত্যিকারের জীবন বাঁচতে গেলে ঠিক কি লাগে?